Site icon Jamuna Television

চীনের অপ্রাপ্তবয়স্করা সপ্তাহে তিন ঘণ্টার বেশি অনলাইন গেম খেলতে পারবে না

ছবি: সংগৃহীত।

এখন থেকে চীনের অপ্রাপ্তবয়স্করা সপ্তাহে তিন ঘণ্টার বেশি অনলাইন গেম খেলতে পারবে না। সাপ্তাহিক ছুটির দু’দিন ও শুক্রবার এক ঘণ্টা করে গেম খেলতে পারবে শিশুরা।

সম্প্রতি, দেশটির তরুণরা ভীষণভাবে অনলাইন গেমে আসক্ত হয়ে পড়ায় এ সিদ্ধান্ত নিলো কর্তৃপক্ষ। অনলাইন গেমকে প্রাণঘাতী নেশার সাথে তুলনা করেছে তারা। বিধিমালা মানতে কড়া নির্দেশনা দেয়া হয়েছে দেশটির গেম প্রস্তুতকারী কোম্পানিগুলোকেও। নজরদারি বাড়ানো হয়েছে তাদের কার্যক্রমের ওপর।

প্রাপ্তবয়স্কদের আইডি ব্যবহার করে যেনো শিশুরা খেলতে না পারে সেজন্য ‘ফেস রিকগনিশন’ পদ্ধতি বাড়ানো হয়েছে। সরকারের এ কঠোর সিদ্ধান্তে চীনা গেমিং কোম্পানিগুলো বড় ধরণের আর্থিক ক্ষতির মুখে পড়বে বলে মনে করছে সংশ্লিষ্টরা।

Exit mobile version