Site icon Jamuna Television

মানবিক সহযোগিতার সুযোগ রাখতে তালেবানের প্রতি জাতিসংঘের আহ্বান

নিরাপত্তা পরিষদের সভায় জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। ছবি: সংগৃহীত

আফগানিস্তানে মানবিক সহযোগিতা দেয়ার সুযোগ অব্যাহত রাখতে তালেবানের প্রতি আহ্বান জানালো জাতিসংঘ। নারী, শিশু ও সংখ্যালঘুদের মানবাধিকার নিশ্চিত করারও তাগিদ সংস্থাটির।

আফগানিস্তান ইস্যুতে সোমবার (৩০ আগস্ট) জরুরি বৈঠকে বসে নিরাপত্তা পরিষদ। এ সময় তালেবানের প্রতি আহ্বান সম্বলিত একটি প্রস্তাব পাশ হয়।

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেন, সবার একত্রিত হবার এখনই সময়।

১৩ সদস্য পক্ষে ভোট দিলেও ভোটদান থেকে বিরত থাকে চীন ও রাশিয়া। আফগানিস্তানের চলমান অস্থিতিশীল পরিস্থিতির জন্য তালেবান নয়, বরং বিদেশি সেনা প্রত্যাহারকে দায়ী করেছে দেশ দুটি।

চীনের প্রতিনিধি বলেন, ২০ বছর যারা অভিযান চালিয়েছে, শান্তি স্থাপন আর দেশ পুনর্গঠনের দায়িত্ব ছিল তাদেরই।

নিরাপত্তা পরিষদের প্রস্তাবে আফগানিস্তানে সন্ত্রাসবাদ বিরোধী তৎপরতা অব্যাহত রাখার আহবান জানানো হয়। দেশত্যাগে ইচ্ছুক আফগান নাগরিকদের নিরাপত্তা দেয়ার প্রতিশ্রুতি দিয়েছিল তালেবান- তা পূরণের আহ্বানও জানানো হয় প্রস্তাবে।

/এমই

Exit mobile version