Site icon Jamuna Television

নড়াইলে হাজারো কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন

 

নড়াইল প্রতিনিধি

নড়াইলে হাজারো কণ্ঠে জাতীয় সংগীত গাইলেন শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। সকাল পৌনে ১০ টায় সম্মিলিত সাংস্কৃতিক জোট নড়াইলের আয়োজনে সরকারি ভিক্টোরিয়া কলেজ সুলতান মঞ্চ চত্তরে জাতীয় সংগীত গাওয়া হয়। ভিন্নধর্মী এ আয়োজনে জেলা প্রশাসক মোঃ এমদাদুল হক চৌধুরীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন।

পরে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহাম্মদ জাফর ইকবালের ওপর হামলার প্রতিবাদে এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে একই স্থানে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে জঙ্গীবাদের কুশপুত্তলিকা দাহ করা হয়। মানববন্ধনে বক্তারা, হামলায় জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এসময় জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক নিজামউদ্দিন খান নিলু, সম্মিলিত সাংস্কৃতিক জোট নড়াইলের সভাপতি মলয় কুন্ডু, শিক্ষাবিদ প্রফেসর মুন্সী হাফিজুর রহমান, নারীনেত্রী আঞ্জুমান আরা, সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন।

Exit mobile version