Site icon Jamuna Television

খালেদা জিয়ার মুক্তিই বিএনপি’র জন্য বড় চ্যালেঞ্জ: ফখরুল

খালেদা জিয়ার মুক্তিই বিএনপি'র জন্য বড় চ্যলেঞ্জ: ফখরুল

ছবি: সংগৃহীত

গণতন্ত্র পুনরুদ্ধার ও খালেদা জিয়ার মুক্তিই বিএনপিই জন্য বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলীয় প্রধানের নেতৃত্বেই বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলেও জানান তিনি।

বুধবার সকালে দলটির ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তিনি। এছাড়া বিধিনিষেধের কারণে সীমিত সংখ্যক কর্মী নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন দলটির কেন্দ্রীয় নেতারা।

শ্রদ্ধা জানানো শেষে মির্জা ফখরুল বলেন, নিজেদের স্বার্থে বর্তমান সরকার দেশের সব অজর্নকে ধ্বংস করে দিয়েছে। জিয়াউর রহমানের বিষয়ে সরকারি দলের নেতাদের বিভিন্ন বক্তব্যকে দুঃখজনক বলেও মন্তব্য করেন তিনি।

এনএনআর/

Exit mobile version