Site icon Jamuna Television

অধ্যাপক আখতারুজ্জামান ঢাবির নতুন ভিসি

উপ-উপাচার্য অধ্যাপক ড. মো: আখতারুজ্জামানকে সাময়িকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি। আজ সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

অধ্যাপক আখতারুজ্জামান বর্তমান উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিকের স্থলাভিষিক্ত হবেন।

যোগাযোগ করা হলে অধ্যাপক আখতারুজ্জামান বলেন, আমি চিঠির বিষয়ে জেনেছি। এখন গ্রামের বাড়ি থেকে ঢাকায় ফিরছি। এসে বিস্তারিত কথা বলবো।

গত বেশ কিছু দিন ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ নিয়ে বিতর্ক চলছিল। গত জুলাই মাসে বর্তমান উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিককে তৃতীয় মেয়াদে নিয়োগ দেয় সিনেট কমিটি। তবে শিক্ষকদের একাংশের দাবি, তিনি প্রভাব খাটিয়ে গ্রাজুয়েট প্রতিনিধিদের ভোট ছাড়াই তৃতীয় মেয়াদে পদে বহাল থেকেছেন। এ নিয়ে উচ্চ আদালতে একটি রিট এখনও মীমাংসার অপেক্ষায় আছে।

 

/কিউএস

Exit mobile version