Site icon Jamuna Television

বিকেলে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে দুরন্ত বাংলাদেশ

ফাইল ছবি।

আরও একটি সিরিজ জয়ের লক্ষ্যে আজ নিউজিল্যান্ডের মুখোমুখি হবে দুরন্ত বাংলাদেশ। কেউ পরিষ্কার ফেভারিট না হলেও টানা তৃতীয় সিরিজ জিততে চান মাহমুদউল্লাহ রিয়াদ।

মন্থর ৫ নম্বর উইকেটে থাকবে স্পিন দাপট, সাথে এবার রানও হয়তো আসবে। আর যতই প্রস্তুতি থাক এই কন্ডিশনে জয়টা কঠিন সেটা মানছেন কিউই অধিনায়ক টম ল্যাথাম।

টম ল্যাথাম বলেন, কোনো নির্দিষ্ট ক্রিকেটার নয় পুরো বাংলাদেশ দলই আমাদের জন্য হুমকি হতে পার। সবশেষ অস্ট্রেলিয়া সিরিজে তাদের পারফর্ম করতে দেখেছি। তবে স্বাগতিক বোলিং আর বিশেষ করে স্পিনারদের বিপক্ষে কঠিন পরীক্ষা দিতে হবে আমাদের ব্যাটসম্যানদের। আমাদের প্রস্তুতিও ভালো, দল বেশ উজ্জীবিত আছে।

ইউএইচ/

Exit mobile version