Site icon Jamuna Television

অবশেষে পরীমণির স্বজনদের প্রতীক্ষার অবসান

ছবি: সংগৃহীত

ঢাকায় চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমণির মুক্তির অপেক্ষায় স্বজনেরা বুধবার ভোর থেকে অধীর আগ্রহ নিয়ে বসেছিলেন গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের সামনে। পরীমণি কখন বেরিয়ে আসবেন সেই অপেক্ষার প্রহর যেন ‍ফুরোচ্ছিল না।

মঙ্গলবার (৩১ আগস্ট) মাদক মামলায় জামিন পাওয়ার পর থেকেই পরীমণির মুক্তি পাওয়ার পথ পরিষ্কার হয়। জামিনের দিনই মুক্তি পাচ্ছেন সেই আশায় ছিলেন স্বজনেরা। কিন্তু পরীমণির জামিনের কাগজপত্র কারা কর্তৃপক্ষের কাছে না পৌঁছানোয় গতকাল তার মুক্তি দেয়া হয়নি। আজ ভোর থেকে কারাফটকে পরীমণির স্বজন থেকে শুরু করে উৎসুক মানুষ ভিড় করেছেন।

পরীমণির আইনজীবী নীলাঞ্জনা রিফাত জানান, পরীমণিকে কারাগার থেকে নিতে তার খালু জসীমউদ্দিনসহ সাত-আটজন স্বজন এসেছিলেন।

অবশেষে তাদের প্রতীক্ষার প্রহর শেষ হলো। বুধবার সকাল সাড়ে ৯টায় গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে বের হন পরিমণি। কারা ফটক থেকে একটি সাদা গাড়িতে করে বের হতে দেখা যায় তাকে। এ সময় তিনি সাদা পোশাকে ছিলেন।

মঙ্গলবার ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ শুনানি শেষে ৫০ হাজার টাকা মুচলেকায় পরীমণির জামিন মঞ্জুর করেন।

তারও আগে গত ২২ আগস্ট ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশের আদালতে পরীমণির জামিন আবেদন করেছিলেন তার আইনজীবী মজিবুর রহমান। তখন আদালত শুনানির জন্য ১৩ সেপ্টেম্বর দিন ধার্য করেছিলেন। পরে তার আইনজীবীরা এ নিয়ে হাইকোর্টে আবেদন করেন। এরপর জামিন শুনানির দিন এগিয়ে ৩১ আগস্ট ধার্য করা হয়।

গত ৪ আগস্ট চিত্রনায়িকা পরীমণিকে বনানীর বাসা থেকে বিদেশি মদসহ গ্রেফতার করে র‍্যাব। এরপর তিন দফায় পরীমণিকে সাত দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ।

২০১৪ সালে সিনেমায় ক্যারিয়ার শুরু করা পরীমণি এ পর্যন্ত ৩০টি সিনেমা ও বেশ কয়েকটি টিভিসিতে অভিনয় করেছেন। পিরোজপুরের মেয়ে পরীমণিকে চলচ্চিত্র জগতে নিয়ে আসেন প্রযোজক রাজ।

ইউএইচ/

Exit mobile version