দেশের উত্তর ও মধ্যাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। উত্তরে ধরলা আর ব্রহ্মপুত্রের পানি এখনও বিপৎসীমার উপরে। গাইবান্ধা, কুড়িগ্রাম, বগুড়া, পাবনাসহ কয়েক জেলার নিচু এলাকায় পানি ঢুকে পড়েছে।
এদিকে পদ্মা, যমুনার পানি বাড়ায় প্লাবিত মধ্যাঞ্চলের নতুন নতুন এলাকা। সিরাজগঞ্জে ৫ উপজেলায় চর ও নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।
জামালপুরে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। ইসলামপুরের অনেক এলাকাতেই ঢুকে পড়েছে বানের পানি। এছাড়া শরিয়তপুর, টাঙ্গাইল, মানিকগঞ্জ, রাজবাড়ী ও ফরিদপুরের কিছু এলাকায় বানের জল ঢুকছে।
এনএনআর/

