Site icon Jamuna Television

আড়াইহাজারে তিনটি স্বর্ণের দোকানে ডাকাতি, পুলিশ কর্মকর্তা গুলিবিদ্ধ

ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জ প্রতিনিধি:

নারায়ণগঞ্জের আড়াইহাজারে গোপালদী বাজারে তিনটি স্বর্ণের দোকানে ডাকাতি হয়েছে। এ সময় ডাকাতদের সাথে পুলিশের গোলাগুলি হয়। ডাকাতদের ছোঁড়া গুলিতে পুলিশের এএসআই সোহরাব হোসেন গুলিবিদ্ধ হয়ে বর্তমানে ঢাকা মেডিকেলে ভর্তি আছেন।

মঙ্গলবার দিবাগত রাত পৌনে একটার সময় গোপালদী বাজারে এ ঘটনা ঘটে। ডাকাতরা তিনটি দোকান থেকে বিপুল পরিমাণ স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। বিষয়টি নিশ্চিত করে আড়াইহাজার থানার ওসি আনিচুর রহমান।

তিনি জানান, মঙ্গলবার দিবাগত রাতে আড়াইহাজারের গোপালদী বাজারে প্রায় স্বর্ণ শিল্পালয়, বিশনদীয়া স্বর্ণশিল্পালয় ও সাইনবোর্ড বিহীন আরও একটি স্বর্ণের দোকানের কারিগররা দোকান খুলে কাজ করছিল। রাত পৌনে একটার দিকে বাজারে ২০/২৫ জনের একদল সশস্ত্র ডাকাত বাজারে হানা দেয়। কিছু বুঝে উঠার আগেই ডাকাতরা বাজারের বেশ কয়েকজন পাহারাদারকে বেঁধে ফেলে এবং স্বর্ণের দোকানের কারিগরদের মারধর করে স্বর্ণালংকার লুট করতে থাকে। বাজারের লোকজনের ডাকাত ডাকাত চিৎকার শুনে পাশের গোপালদী বাজার ফাঁড়ির পুলিশ ডাকাদের প্রতিহত করতে বাজারে গেলে ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। পুলিশও পাল্টা গুলি ছোঁড়ে। এ সময় ডাকাদের গুলিতে গোপালদী ফাঁড়ির এএসআই সোহরাব হোসেন গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। আহত পুলিশ সদস্যকে প্রথমে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তার অবস্থা অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ওসি আনিচুর রহমান আরও জানান, তিনটি স্বর্ণের দোকান থেকে কী পরিমাণ স্বর্ণ লুট হয়েছে তার হিসাব এখনও পাওয়া যায়নি। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পুলিশ ডাকাতদের ধরতে কাজ করছে।

ইউএইচ/

Exit mobile version