Site icon Jamuna Television

নিজ নিজ দলের সাথে যোগ দিলেন মেসি ও নেইমার

ছবি: সংগৃহীত

বিশ্বকাপ বাছাইপর্বে আর্জেন্টিনা ও ব্রাজিলের হয়ে খেলতে দলের সাথে যোগ দিয়েছেন যথাক্রমে সদ্য পিএসজিতে পাড়ি জমানো লিওনেল মেসি ও তার ক্লাব সতীর্থ নেইমার।

সেপ্টেম্বরের শুরুতে আর্জেন্টিনা মুখোমুখি হবে ভেনেজুয়েলা, ব্রাজিল ও বলিভিয়ার। প্রথম ম্যাচে আর্জেন্টিনা মুখোমুখি হবে ভেনেজুয়েলার। এরইমধ্যে ভেনেজুয়েলাতে পৌছেঁ গেছে আলবেসেলেস্তারা। সেখানেই দলের সাথে যোগ দিয়ে বিকালে অনুশীলনও করেছেন মেসি।

বুধবার (১ সেপ্টেম্বর) ভেনেজুয়েলা ম্যাচের ভেন্যু কারাকাস স্টেডিয়ামে অনুশীলন করবে আর্জেন্টিনা ফুটবল দল। ৩ সেপ্টেম্বর আর্জেন্টিনা-ভেনেজুয়েলা ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর ছ’টায়।

এদিকে, ব্রাজিল দলের সাথে যোগ দিয়েছেন নেইমার। দলের সাথে অনুশীলনও করেন তিনি। ব্রাজিল মুখোমুখি হবে চিলি, আর্জেন্টিনা ও পেরুর। ইংলিশ প্রিমিয়ার লিগের ৯ ফুটবলারকে ছাড়া এরই মধ্যে অনুশীলন শুরু করেছে ব্রাজিল। ফলে বিকল্প ৯ ফুটবলারকে দলে যোগ করেছেন কোচ তিতে।

৩ সেপ্টেম্বর বাংলাদেশ সময় সকাল ৭ টায় চিলির বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল।

Exit mobile version