Site icon Jamuna Television

টয়লেটে আমার কখনো এতো সময় লাগেনি: মারে

ছবি: সংগৃহীত

স্কটিশ টেনিস তারকা অ্যান্ডি মারে রাগান্বিত অবস্থায় বলেছেন, টয়লেটে আমার কখনো এতো সময় লাগেনি।

সোমবার (৩০ আগস্ট) ফরাসি টেনিস তারকা সিৎসিপাসের কাছে হেরে ইউএস ওপেনের প্রথম রাউন্ড থেকে বিদায় নেন অ্যান্ডি মারে। এই ম্যাচে প্রতিপক্ষ স্টেফানো সিৎসিপাসের টয়লেট ব্রেক নিয়ে বিতর্কে জড়িয়েছেন এই স্কটিশ তারকা।

খেলায় পিছিয়ে আছেন, এমন পরিস্থিতিতে উত্তেজিত হয়ে যান মারে। কারণ টয়লেট ব্রেক নিয়ে প্রতিপক্ষের সময় অপচয় দেখে ম্যাচ রেফারির কাছে অভিযোগ তোলেন তিনি। এমনকি ম্যাচের পরও এ নিয়ে সমালোচনা করেন মারে। ম্যাচের মাঝে এমন বিরতি বেমানান বলে জানান তিনি।

এদিকে, কোনো নিয়ম বিরোধী কাজ করেননি বলে প্রতিবাদ করেন ফরাসি টেনিস তারকা সিৎসিপাস।

Exit mobile version