Site icon Jamuna Television

শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবিতে আয়োজিত প্রতীকী অনশনে হামলা

শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবিতে সামাবেশ ও প্রতীকী অনশন। ছবি: সংগৃহীত

রাজশাহী ব্যুরো:

সকল শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবিতে রাজশাহীতে প্রতীকী অনশন চলাকালে শিক্ষার্থীদের উপর হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে ছাত্রলীগের নেতাকর্মীরা।

বুধবার (১ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে নগরীর জিরো পয়েন্টে এ হামলার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, চলমান আন্দোলনের অংশ হিসেবে সাধারণ শিক্ষার্থীরা বেলা ১১টায় নগরীর জিরো পয়েন্টে জড়ো হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা। সমাবেশের পর শিক্ষার্থীরা সড়কে অনশন শুরু করেন। এর একপর্যায়ে ছাত্রলীগের নেতাকর্মীরা অনশনস্থলে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের মারধোর করেন।

শিক্ষার্থীদের অভিযোগ, ব্যানার কেড়ে নেয়াসহ মাইক ভাঙচুর করেছে হামলাকারীরা।

পুলিশ বলছে, হামলাকারীরা ছাত্রলীগ কিনা বিষয়টি জানা নেই তাদের।

Exit mobile version