Site icon Jamuna Television

প্রতি ওভারেই উইকেট হারাচ্ছে কিউইরা!

কিউইদের প্রথম উইকেট দখল করছেন মেহেদি হাসান।

নিউজিল্যান্ড ওপেনার রাচিন রাভিন্দ্রাকে ইনিংসের প্রথম ওভারের দ্বিতীয় বলেই ফিরিইয়ে দিয়ে টাইগারদের জন্য শুভ সূচনা করলেন অফস্পিনার মেহেদি হাসান।

মিডল স্ট্যাম্পে গুড লেংথে বল করেছিলেন মেহেদি হাসান। ক্রস ব্যাটে খেলতে গিয়ে টাইমিংয়ে গড়বড় করে ফেলেন এই সিরিজেই নিউজিল্যান্ড স্কোয়াডে সুযোগ পাওয়া রাচিন রাভিন্দ্রা। তার ব্যাট ছুঁয়ে আসা ফিরতি ক্যাচ ধরতে কোন বেগ পেতে হয়নি মেহেদি হাসানকে।

তারপর ওয়ান ডাউন ব্যাটসম্যান উইল ইয়াংকে সরাসরি বোল্ড করেন তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান।

পরের ওভারে বোলিংয়ে এসেই কলিন ডি গ্র্যান্ডহোমকে ফিরিয়ে দিয়েছেন নাসুম আহমেদ।

নাসুম তার একই ওভারে টম ব্লান্ডেলকে বোল্ড করলে পাওয়ার প্লে শেষ হবার আগেই বড়সর ব্যাটিং বিপর্যয়ে পড়ে কিউইরা।

প্রতিবেদনটি লেখা পর্যন্ত কিউইদের সংগ্রহ ৪ ওভারে ৪ উইকেট হারিয়ে ৯ রান।

Exit mobile version