Site icon Jamuna Television

ভারতে রহস্যজনক জ্বর; কমপক্ষে ৫০ জনের মৃত্যু

ভারতে রহস্যজনক জ্বরে কমপক্ষে ৫০ জনের মৃত্যু। ছবি: সংগৃহীত।

ভারতের উত্তর প্রদেশে রহস্যজনক জ্বরে কমপক্ষে ৫০ জনের মৃত্যু হয়েছে। রাজ্যের স্বাস্থ্য বিভাগের দাবি, বেশিরভাগই শিশু।

রাজ্যের স্বাস্থ্য বিভাগের বিবৃতিতে বলা হয়, প্রচণ্ড জ্বরের পাশাপাশি মাথাব্যথা, শরীরে ব্যথা, পানিশূণ্যতা এবং শ্বাস-প্রশ্বাসের সমস্যায় ভুগছিলেন সবাই।

তবে নিহতদের নমুনা পরীক্ষায় কারোর কোভিড নাইনটিন ধরা পড়েনি। রাজ্যের পূর্বাঞ্চলের ৬টি শহরে আরও কয়েকশ’ মানুষ এসব উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। এই জ্বরে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত আগ্রা, মথুরা, ফিরোজাবাদ শহর।

চিকিৎসকরা ধারণা করছেন, ডেঙ্গুর কারণেই ঘটেছে এসব মৃত্যু। সম্প্রতি এডিস মশার পরিমাণ বেড়েছে উত্তর প্রদেশে, একইসাথে ছড়িয়েছে ডেঙ্গু জ্বর।

করোনার দ্বিতীয় ঢেউ থেকে যখন ভারতে পরিস্থিতির উন্নয়ন ঘটছে, ঠিক সেসময়ই নতুনভাবে দেখা দিলো রহস্যজনক এই জ্বর।

Exit mobile version