সোভিয়েত নেতা জোসেফ স্ট্যালিনের আমলের বিশাল গণকবরের সন্ধান মিলেছে ইউক্রেনে। ওডেসা শহরে আবিষ্কৃত গণকবরটির দৈর্ঘ্য প্রায় ১০ কিলোমিটার।
এটি ওই আমলের সবচেয়ে বড় গণকবর বলে ধারণা করা হচ্ছে। এখানে কমপক্ষে ৮ হাজার মানুষের দেহাবশেষ থাকতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। গবেষণায় সহায়তার জন্য রোমানিয়া, জার্মানি ও রাশিয়াকে অনুরোধ করেছে দেশটি। দেহাবশেষ শনাক্ত ও হত্যাকাণ্ডের কারণ জানতেও কাজ করবে পুরাতত্ত্ববিদরা। চলতি বছরের শেষ নাগাদ শেষ হতে পারে খনন কাজ।
উনিশ শতকের প্রথম ভাগে সোভিয়েত ইউনিয়নের নেতৃত্ব দেন জোসেফ স্ট্যালিন। ৩০ এর দশকে একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করেন তিনি। ইউক্রেনে এ অঞ্চলটিতে কমপক্ষে ৪০ হাজার মানুষকে হত্যা করা হয় তার নির্দেশে।

