Site icon Jamuna Television

পানশির উপত্যকায় ঢুকছে তালেবান

পানশিরের প্রতিরোধ ব্যবস্থা ভাঙার প্রচেষ্টায় তালেবান।

পানশির উপত্যকায় ঢুকছে তালেবান। মঙ্গলবার তালেবানের বিভিন্ন পেইজ থেকে প্রকাশ করা হয় এমন কিছু ভিডিও।

জাতীয় প্রতিরোধ বাহিনী- NRF এ ব্যাপারে একটি বিবৃতি প্রকাশ করে। তারা জানায়, উপত্যকার পশ্চিমাঞ্চলীয় প্রবেশপথে স্থানীয় নিরাপত্তা বাহিনীর ঘাঁটিতে হামলা চালিয়েছে তালেবান। সেখানে তুমুল লড়াইয়ের পর প্রাণ হারান ৭ মিলিশিয়া, আহত হন আরও দু’জন।

পাল্টা অভিযানে ৮ তালেবানের মৃত্যু হয় বলেও নিশ্চিত করেন NRF এর মুখপাত্র ফাহিম দাস্তি। তার দাবি, পানশির উপত্যকার প্রতিরক্ষা কাঠামো কতোটা মজবুত সেটা পরীক্ষার জন্যেই চালানো হয়েছে এ হামলা। তালেবান গোটা আফগানিস্তানে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারলেও পানশির উপত্যকা থেকে প্রতিরোধের ডাক দিয়েছেন সেখানকার নেতা আহমেদ মাসুদ।

যুদ্ধ নয় বরং জোট সরকারে শরিক হবার প্রস্তাব দিয়েছেন তিনি।

/এসএইচ

Exit mobile version