ভারতে এমএ, এমএসসি পাশ করে ডোমের চাকরিতে আবেদন

|

নীলরতন সরকার (এনআরএস) মেডিক্যাল কলেজ হাসপাতাল, ভারত। ছবি: সংগৃহীত

কোনও কাজই ছোট নয়। তবে এমএসসি পাশ করে ডোমের চাকরি বেমানান লাগে। কিন্তু এমন ঘটনা ঘটেছে ভারতে। এমএ, এমএসসি পাশ করে ডোমের পদে চাকরির জন্য আবেদন করে লিখিত পরীক্ষায় পাশ করে ডাক পেয়েছেন প্র্যাক্টিক্যাল ও ইন্টারভিউয়ের জন্য। তেমন কয়েকজন যুবকের কথা তুলে ধরেছে হিন্দুস্তান টাইমস।

উড়িষ্যার উৎকল বিশ্ববিদ্যালয় থেকে বায়োটেকনোলজিতে এমএসসি পাশ করে ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে চাকরির স্বপ্ন দেখেছিলেন মেদিনীপুরের যুবক। কিন্তু স্বপ্ন বাস্তবে রূপ নেয়নি তার। তাই একপ্রকার বাধ্য হয়েই নীলরতন সরকার (এনআরএস) মেডিক্যাল কলেজ হাসপাতালের ল্যাবরেটরি অ্যাটেন্ড্যান্ট (ডোম) এর পদে চাকরির জন্য আবেদন করেছেন এই যুবক। লিখিত পরীক্ষায় পাশও করেছেন। তাই তাকে প্র্যাক্টিক্যাল ও ইন্টারভিউয়ের জন্য ডাকা হয়েছে।

এই বিষয়ে ওই চাকরী প্রার্থী বলেন, এই কাজের জন্য শিক্ষাগত যোগ্যতা চেয়েছিল অষ্টম শ্রেণি পাশ। সুযোগ দিলে চাকরিটা করব। চাকরিটা পেলে কী কাজ করতে হবে সেটা আমি জানি। তবে কোনও কাজই ছোট নয়। ফার্মাসিউটিক্যাল সংস্থায় চাকরির সুযোগ এই রাজ্যে বিশেষ নেই। তাই এটাই অগ্রাধিকার পেয়েছে।

বিষয়টি বাড়িতে জানাতে চান না তিনি। তাই নাম গোপনই রাখতে অনুরোধ জানান তিনি।

বাড়িতে না জানানোর কারণ হিসেবে তিনি বলেন, বাড়ির লোক মেনে নিতে পারবে না। অনেক কষ্ট করে পড়াশোনা করিয়েছে, যদি শোনে আমি ডোমের চাকরি করছি তাহলে শোকে মরেই যাবে তারা।‌ কিন্তু চাকরিটা আমার খুব দরকার। হাসপাতালের বাইরে তো আর কেউ জানতে যাচ্ছে না আমি কি করি। সৎ পথে আয় করছি। এটাই কি কম বড় কথা।

বাংলায় এমএ পাশ করা কয়েকজনও একই চাকরি জন্য আবেদন করেছে। তারা জানান, করোনাভাইরাসের কারণে এখন পরিবারে আয় তেমন নাই। তাছাড়া বাজারে উপযুক্ত যোগ্যতার চাকরি নেই। তাই এই সুযোগটাই কাজে লাগাতে চাচ্ছি। এখন সব ঈশ্বরের উপর নির্ভরশীল।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply