Site icon Jamuna Television

ঢাকা থেকে বাড়ি ফেরা হলো না দুই ভাইয়ের

নিহত দুই ভাই।

ঝিনাইদহ প্রতিনিধি:

ঢাকা থেকে বাড়ির পথে রওনা হয়ে ফেরা হলো না ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মির্জাপুর গ্রামের দুই ভাই নাসির ও নাফিসের। মোটরসাইকেলে বাড়ির পথে রওনা হয়ে ঢাকা-আরিচা মহাসড়কের বাথুলি এলাকায় পাটুরিয়াগামী অজ্ঞাত এক গাড়িচাপায় দুই ভাইয়ের মৃত্যু হয়। তাদের মৃত্যুতে শোকস্তব্ধ পুরো গ্রামবাসী।

বুধবার (১ সেপ্টেম্বর) সকালে তারা তাদের এই মর্মান্তিক মৃত্যু ঘটে। পারিবারিক সুত্রে জানা গেছে, নিহত বড় ভাই নাসির দীর্ঘদিন সৌদি আরবে ছিলেন। করোনাকালীন সময়ে বাড়ি এসে ব্যবসা করতেন। তিনি আবারও সৌদিতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। আর ছোট ভাই নাফিস ভারতে সবেমাত্র প্রকৌশলবিদ্যা শেষ করে এসেছেন।

মির্জাপুর গ্রামের ইউপি সদস্য রুমান জোয়ারদার জানান, নিহত দুই ভাই সম্পর্কে তার চাচাতো ভাই। বুধবার সকালে নাসির ও নাফিস মটরসাইকেলযোগে ঢাকা থেকে বাড়ি ফিরছিলেন। ঢাকা-আরিচা মহাসড়কের বাথুলি এলাকায় পৌঁছালে পাটুরিয়াগামী অজ্ঞাত একটি যানবাহন মোটরসাইকেল আরোহী দুই ভাইকে চাপা দিয়ে পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

এ বিষয়ে গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিদর্শক মনিরুল ইসলাম বলেন, খবর পেয়ে মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। তবে কোন গাড়ি তাদের চাপা দিয়েছে তা প্রাথমিকভাবে জানা যায়নি। লাশ নিয়ে যাওয়ার জন্য নিহতদের পরিবারকে খবর দেয়া হয়েছে।

/এস এন

Exit mobile version