Site icon Jamuna Television

কাজের চাপ আর নিতে পারছি না: পাপন

সাংবাদিকদের সাথে কথা বলছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাজের চাপ আর নিতে পারছেন না বলে জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

বুধবার (১ সেপ্টেম্বর) বিসিবির বোর্ড সভা শেষে সংবাদ সম্মেলনে এমনটা জানিয়েছেন নাজমুল হাসান পাপন।

বিসিবি সভাপতি বলেন, টিমের এবং টিম ম্যানেজমেন্ট এর সাথে আমার একটা বোঝাপড়া শুরু থেকেই ছিল যা মাঝখানে একবছর ছিল না। গত বিশ্বকাপের পর এটি এখন আবার বেড়েছে। আমি থাকলে এটা না করেও পারব না।

নিজের কাজের চাপের উল্লেখ করে নাজমুল হাসান পাপন বলেন, বিসিবি সভাপতি হিসেবে অন্যান্য দেশের সাথে এবং আইসিসি সম্পর্কিত প্রচুর কাজ থাকে। দিনে আট-দশটা জুম মিটিং করতে হয়। আমার দেশে কথা বলতে হয়, বোর্ড মেম্বারদের সাথে কথা বলতে হয়, আইসিসির সাথে কথা বলতে হয়। সুতরাং এখন আমি মনে করি সেই কাজের লোডটা এখন আমার জন্য অনেক বেশি।

সামনে বিসিবি সভাপতি পদ নিয়ে তিনি বলেন, আপনারা যদি জিজ্ঞেস করেন তাহলে বলবো, আমার পুরো সময় কাটে ক্রিকেটেই। এটা যে আমি উপভোগ করি না এমন না। আমার ভাল লাগে। তবে, সামনে হয়তো আমি এভাবে সময় দিতে পারবো না। আর যদি আমি সময় না দিয়ে সামনে এই পদে বসে থাকি তবে আদতে বোর্ড এবং ক্রিকেট ক্ষতিগ্রস্থ হবে। তাই আমাদের একটি সমাধানে আসতে হবে। তাই আমি মনে করি এখানে নতুন কারও আসা উচিত।

/এস এন

Exit mobile version