Site icon Jamuna Television

টি-টোয়েন্টিতে তামিমের না খেলার অন্য কোনো কারণ থাকতে পারে: পাপন

বিসিবির বোর্ড সভা শেষে সংবাদ সম্মেলনে কথা বলছেন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন।

টি-টোয়েন্টিতে তামিম ইকবালের না খেলার অন্য কোনো কারণও থাকতে পারে, বলেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

বুধবার (১ সেপ্টেম্বর) বিসিবির বোর্ড সভা শেষে সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেছেন নাজমুল হাসান পাপন।

সাংবাদিকদের সাথে আলাপচারিতায় বোর্ড সভাপতি বলেন, তামিম ইকবাল আগে থেকেই জানিয়েছে, সে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি খেলবে না। জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজও যে সে খেলবে সেটাও তামিম আগেই বলেছে। ঢাকায় যখন অস্ট্রেলিয়া আসলো, তখনও তামিম জানিয়েছে যে সে খেলবে না। এখন আপনারা জিজ্ঞেস করতে পারেন যে, কেন খেলছে না তামিম। এর মধ্যে কি আরও কোনো কাহিনী আছে? সেটা আমি বলতে পারবো না। থাকতে পারে অন্য কোনো কাহিনী।

নাজমুল হাসান পাপন আরও বলেন, মে থেকে ডিসেম্বর পর্যন্ত টি-টোয়েন্টির চুক্তিতে থাকছেন না তামিম ইকবাল। তবে এরপর যদি তামিম টি-টোয়েন্টি খেলতে চান তবে ডিসেম্বরের পরে চুক্তিতে আসতে পারেন তিনি।

Exit mobile version