Site icon Jamuna Television

চুরি না বিয়ে করছি, না জানানোর কিছু নেই

ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব।

অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব বিয়ে করতে যাচ্ছেন আগামীকাল। এটি হতে যাচ্ছে ছোট পর্দার জনপ্রিয় এ অভিনেতার ৩য় বিয়ে। বিয়ে নিয়ে অপূর্ব বলেন, না জানানোর কিছু নেই। বিয়ে করছি, চুরি না।

আগামীকাল বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) তার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। তার হবু স্ত্রীর নাম শাম্মা জামান।

নিজের বিয়ে প্রসঙ্গে অপূর্ব বলেন, দেখুন বিয়ে তো আসলে গোপনে করা যায় না। গোপন করার চেষ্টা করলেও বিয়ের খবর আল্টিমেটলি গোপন থাকেনা। আর আমি কোনো অপরাধ করতে যাচ্ছিনা যে আমাকে চোরের মত লুকিয়ে লুকিয়ে বিয়ে করতে হবে। যেহেতু এটা একটা সামাজিক অনুষ্ঠান তাই আমারও উচিত সবাইকে জানানো।

জানা গেছে, পারিবারিক সিদ্ধান্তেই বিয়ের পিঁড়িতে বসছেন অপূর্ব। তার হবু স্ত্রী শাম্মার জন্ম ও বেড়ে ওঠা যুক্তরাষ্ট্রে। সেখানেই একটি অটোমোবাইল কোম্পানিতে চাকরিরত আছেন শাম্মা। আগামীকাল বৃহস্পতিবার রাজধানীর রাজারবাগস্থ একটি কমিউনিটি সেন্টারে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।

উল্লেখ্য, এটি অপূর্বের তৃতীয় বিয়ে। এর আগে ২০১০ সালে অভিনেত্রী সাদিয়া জাহান প্রভাকে বিয়ে করেছিলেন অপূর্ব। পরের বছরের ফেব্রুয়ারিতে অপূর্ব-প্রভার ডিভোর্স হয়ে গেলে ওই বছরই পারিবারিকভাবে নাজিয়া হাসান অদিতিকে বিয়ে করেন অপূর্ব।

গত বছর অদিতির সাথে অপূর্বের সংসার ভেঙে যায়। ব্যক্তিগত কারণে দীর্ঘ ৯ বছরের বৈবাহিক জীবনের ইতি টানেন এই তারকা অভিনেতা।

/এসএইচ

Exit mobile version