Site icon Jamuna Television

ধর্ষণ মামলায় গ্রেফতার আওয়ামীলীগ নেতা রিমান্ডে

অপহরণ ও ধর্ষণ মামলায় ৩ দিনের রিমান্ডে জিল্লুর রহমান ওরফে শান্তি জোমাদ্দার (৫৫)।

পিরোজপুর প্রতিনিধি :

পিরোজপুরের ইন্দুরকানীতে অষ্টম শ্রেণির এক ছাত্রীকে অপহরণের পর ধর্ষণ মামলায় গ্রেফতার ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি জিল্লুর রহমান ওরফে শান্তি জোমাদ্দার (৫৫) কে তিন দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

গত ২৪ আগস্ট এক স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ মামলায় শান্তি জোমাদ্দারকে গ্রেফতার করে পুলিশ।

গত মঙ্গলবার (৩১ আগস্ট) মামলার তদন্তকারী কর্মকর্তা ইন্দুরকানী থানার (এসআই) রফিকুল ইসলমের আবেদনের পরিপ্রেক্ষিতে পিরোজপুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালত গ্রেফতারকৃত শান্তি জোমাদ্দারকে তিনদিনের রিমান্ডের আদেশ দেয় ।

ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির জানান, মামলার তদন্তের স্বার্থে তদন্তকারী কর্মকর্তা রিমান্ড আবেদন করলে আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। আসামিকে থানায় আনা হয়েছে।

উল্লেখ্য, উপজেলার পত্তাশী ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মো. জিল্লুর রহমান ওরফে শান্তি জোমাদ্দারকে একই গ্রামের এক ভ্যান চালকের অষ্টম শ্রেণিতে পড়ুয়া কন্যাকে অপহরণ ও ধর্ষণ মামলায় গত ২৪ আগস্ট গ্রেফতার করে ইন্দুরকানী থানা পুলিশ।

/এসএইচ

Exit mobile version