Site icon Jamuna Television

দরিদ্র জেলের জালে দেড় কোটি টাকার মাছ

দরিদ্র জেলের জালে দেড় কোটি টাকার ১৫৭টি মাছ । ছবি: সংগৃহীত

মহারাষ্ট্রের পালঘরের কয়েক জন জেলে সম্প্রতি সমুদ্রে মাছ ধরতে গিয়েছিলেন। গভীর সমুদ্রে বিভিন্ন মাছের পাশাপাশি তারা পেয়েছিলেন ১৫৭টি ঘোল মাছ। এই মাছই বদলে দিল ওই জেলেদের জীবন। মাছগুলো বিক্রি হয়েছে ১ কোটি ৩৩ লক্ষ টাকায়। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় দেড় কোটি টাকা।

শনিবার (২৮ অগস্ট) সন্ধ্যায় হারবা দেবী থেকে মাছ ধরতে বেরিয়েছিলেন চন্দ্রকান্ত। আট জন সহকর্মীকে নিয়ে মাছ ধরতে গিয়েছিলেন তিনি। সে তাদের জালে ধরা পড়েছে মূল্যবান এই মাছ। তার পর পালঘরের মুরবে এলাকায় নিলামে তুলে বিক্রি করা হয় ওই মাছগুলো। সেখানেই উত্তরপ্রদেশ এবং বিহারের ব্যবসায়ীরা কিনেছেন এই মাছ।

ঘোল মাছ ‘সি গোল্ড’ নামেও পরিচিত। এর বৈজ্ঞানিক নাম ‘প্রোটোনিবিয়া ডায়াকানথুস’। এই মাছের প্রত্যেকটি অংশ ওষুধ এবং প্রসাধনী তৈরির কাজে ব্যবহৃত হয়। ওষুধ, প্রসাধনী, দেহের সঙ্গে মিশে যাওয়া সেলাইয়ের সুতাসহ বিভিন্ন জিনিস তৈরিতে ব্যবহার করা হয় এই মাছ। হংকং, মালয়েশিয়া, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, জাপানে এই মাছের বিপুল চাহিদা আছে। কিন্তু দূষণের কারণে অনেক কমে গেছে ঘোল মাছ।

সূত্র: আনন্দবাজার পত্রিকা

Exit mobile version