Site icon Jamuna Television

গরুকেই জাতীয় পশু করা উচিত: ভারতের আদালত

প্রতীকী ছবি।

গরুকেই ভারতের জাতীয় পশু করার পক্ষে মত দিয়েছে দেশটির উত্তরপ্রদেশের এলাহাবাদ হাইকোর্ট। আনন্দবাজার পত্রিকার খবরে এই তথ্য উঠে এসেছে। এলাহাবাদ হাইকোর্টে গরু হত্যা সংক্রান্ত একটি মামলার জামিন শুনানিকালে বিচারক এই মন্তব্য করেন।

বুধবার (১ আগস্ট) বিচারপতি আলাহা শেখরকুমার যাদব বলেন, গরু ভারতীয় সংস্কৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তাই গরুকেই দেশের জাতীয় পশু করা উচিত। পাশাপাশি বিচারক ভারতের উত্তরপ্রদেশের গোহত্যা বিরোধী আইনে অভিযুক্ত জাভেদ নামে ওই ব্যক্তির জামিন আবেদন খারিজ করে দেন।

এ সময় বিচারক আরও বলেন, গরু সম্পর্কে ভারতীয় সমাজে ধর্মীয় আবেগ রয়েছে। অভিযুক্তকে জামিন দেয়া হলে সামাজিক সম্প্রীতি বিঘ্নিত হবে। গরুর ভাল হলে তবেই দেশের ভাল হবে উল্লেখ করে তিনি ভারতীয় নাগরিকদের মতো গরুর মৌলিক অধিকার সুরক্ষিত করতে সংসদ আইন প্রণয়নেরও সুপারিশ করেন।

এর আগেও ভারতের রাজস্থানের এক আদালতে একইভাবে গরু হত্যাকে চরম অন্যায় বলে উল্লেখ করা হয়েছিল। পাশাপাশি, বিভিন্ন সময়ে ভারতের নানা মহল থেকে গরুকে জাতীয় পশু করার প্রস্তাব উঠছে।

/এস এন

Exit mobile version