Site icon Jamuna Television

অনুদানের সিনেমা ‘জামদানি’তে নাম লেখালেন রোশান-শিবা

অনুদানের সিনেমা 'জামদানি'তে নাম লেখালেন রোশান-শিবা

ছবি: সংগৃহীত

অনুদানের সিনেমা জামদানিতে নাম লেখালেন অভিনেতা জিয়াউল রোশান। সিনেমাটিতে তার বিপরীতে কাজ করবেন তরুণ অভিনেত্রী শিবা আলী খান।

জানা গেছে, খুব শিগগির সিনেমার অন্যান্য কাস্টিং চূড়ান্ত করা হবে। সিনেমাটি পরিচালনা করছেন অনিরুদ্ধ রাসেল। ২০২১ সালে সরকারি অনুদান পায় সিনেমাটি।

তবে এর আগেই প্রায় তিন বছর গল্প নিয়ে গবেষণা করেছেন অনিরুদ্ধ রাসেল। সব কিছু ঠিক থাকলে, আগামী ১০ অক্টোবর থেকে শুরু হবে সিনেমার শুটিং।

জানা যায়, নারায়ণগঞ্জের রূপগঞ্জের জামদানি পল্লি, বিএফডিসি এবং ঢাকার আশপাশে হবে সিনেমার শুটিং।

এনএনআর/

Exit mobile version