Site icon Jamuna Television

যুক্তরাষ্ট্র আর তালেবানও ভবিষ্যতে একসাথে কাজ করতে পারে

যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় সামরিক কর্মকর্তা মার্ক মিলি। ছবি: সংগৃহীত।

ইসলামিক স্টেট খোরাসানকে (আইএসকে) দমনে ভবিষ্যতে তালেবানের সঙ্গে যুক্তরাষ্ট্র  কাজ করতে পারে  বলে জানিয়েছেন দেশটির শীর্ষস্থানীয় সামরিক কর্মকর্তা মার্ক মিলি। বুধবার (১ সেপ্টেম্বর) গার্ডিয়ানে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য দেন তিনি।

তিনি বলেন, আইএসের শাখা ইসলামিক স্টেট খোরাসানকে (আইএসকে) দমনে তালেবানের সঙ্গে কাজ করার বিষয়টি যুক্তরাষ্ট্র উড়িয়ে দিচ্ছে না। তালেবানের সঙ্গে সন্ত্রাসীদের দমনে যুক্তরাষ্ট্র কাজ করবে কি না জানতে চাইলে মিলি বলেন, এটি সম্ভব।

এ বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন বলেন, আমি এ ব্যপারে এখন কোনো কথা বলতে চাই না। তবে আইএস  খোরাসান সম্পর্কে জানতে যুক্তরাষ্ট্র তার সাধ্যের সবটুকু দিয়ে চেষ্টা করে যাবে।

১৫ আগস্ট তালেবান কাবুল দখলের পর যুক্তরাষ্ট্র এবং বিশ্বের বিভিন্ন দেশ আফগানিস্তান থেকে নিজেদের নাগরিক এবং ঝুঁকিপূর্ণ আফগানদের সরিয়ে নিতে শুরু করে। এর মধ্যে বিমানবন্দর এলাকায় আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটলে ১৭০ জনের বেশি মানুষ নিহত হন। নিহতদের মধ্যে ১৩ মার্কিন সেনাও ছিল। পরে এ হামলার দায় স্বীকার করে ইসলামিক স্টেট খোরাসান।

ওই হামলার পরিপ্রেক্ষিতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছিলেন, আমরা ভুলে যাব না, ক্ষমাও করবো না।

Exit mobile version