Site icon Jamuna Television

মোবাইল কোর্টে সাজার ক্ষেত্রে ম্যাজিস্ট্রেটদের সর্বাপেক্ষা সতর্ক থাকতে হবে: হাইকোর্ট

ফাইল ছবি।

মোবাইল কোর্টে সাজার ক্ষেত্রে ম্যাজিস্ট্রেটদের সর্বাপেক্ষা সতর্ক থাকতে বলেছেন আদালত। নেত্রকোণার আটপাড়া উপজেলায় মোবাইল কোর্টের মাধ্যমে দণ্ড পাওয়া দুই শিশুকে মুক্তি দেয়ার সময় আদালত এসব কথা বলেন।

বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) নেত্রকোণায় মোবাইল কোর্টে শিশুকে সাজা দেয়ার ঘটনায় নির্বাহী ম্যাজিস্ট্রেটকে কঠোরভাবে সতর্ক করেন হাইকোর্ট। এছাড়াও, ম্যাজিস্ট্রেটদের ট্রেনিংয়ের ব্যবস্থা করা, সাজাদানে সতর্ক থাকা এবং ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালতের বিষয়টি নিষ্পত্তির নির্দেশ দেন হাইকোর্ট।

সুপ্রিম কোর্টের মুখপাত্র সাইফুর রহমান জানান, নেত্রকোণায় শিশুদের সাজা দেয়ার বিষয়টি হাইকোর্ট বিভাগের বিচারপতি এম ইনায়েতুর রহিমের একক ভার্চুয়াল বেঞ্চের নজরে আনা হয়। আদালত তখন দুই শিশুকে মুক্তি দেয়ার বিষয়ে নির্দেশ দিয়ে নেত্রকোণার জেলা প্রশাসককে অবহিত করার নির্দেশ দেন।

এর আগে দুই শিশুর মুক্তি চেয়ে বিচারপতি এম ইনায়েতুর রহিমকে একটি চিঠি দেয়া হয়। গত ৪ আগস্ট একটি জাতীয় দৈনিকে ‘বাল্যবিবাহ নিরোধ আইনে দুই শিশুকে দণ্ড’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনে নেত্রকোণার আটপাড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সুলতানা রাজিয়া ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বাল্যবিবাহ নিরোধ আইনে দুই শিশুকে এক মাসের সাজা দিয়েছেন বলে উল্লেখ করা হয়।

/এস এন

Exit mobile version