Site icon Jamuna Television

বার্সায় মেসির ১০ নম্বর জার্সির মালিক এখন আনসু ফাতি

বার্সেলোনার ১০ নম্বর জার্সির মালিক এখন আনসু ফাতি। ছবি: সংগৃহীত

বার্সেলোনায় লিওনেল মেসির আইকনিক ১০ নম্বর জার্সির মালিক এখন তরুণ ফরোয়ার্ড আনসু ফাতি। ক্লাবের ওয়েবসাইটে বুধবার (১ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছে বার্সেলোনা।

মেসি চলে গিয়ে ন্যু ক্যাম্পে রেখে গেছেন বিশাল এক শূন্যতা। মেসির আগে বার্সার আইকনিক নাম্বার টেন জার্সি পরে মাঠ মাতিয়েছেন ম্যারাডোনা, রিকুয়েমে, রোমারিও, রিভালদো, রোনালদিনহোর মতো ফুটবলাররা। এই মহিমান্বিত জার্সির প্রতি ন্যায়বিচার করাটাও তাই বিশাল এক দায়িত্ব হিসেবেই আসে।

২০০৮ সালে রোনালদিনহো ক্লাব ছাড়ার পর থেকেই বিখ্যাত এই জার্সিতে খেলছিলেন আর্জেন্টাইন জাদুকর লিওনেল মেসি। এবার সেটি উঠছে ফাতির গায়ে। এর আগে ২২ ও ১৭ নম্বর জার্সিতে খেলেছেন তিনি।

হাঁটুর চোট কাটিয়ে ৯ মাসের বেশি সময় পর কিছুদিন আগে দলীয় অনুশীলনে ফেরেন ফাতি। ছোট্ট ক্যারিয়ারে এরই মধ্যে বেশ কিছু কীর্তি গড়েছেন তিনি। বার্সেলোনার হয়ে লা লিগায় সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে গোলের রেকর্ড গড়েন তিনি গত বছরের আগস্টে। চ্যাম্পিয়ন্স লিগ ইতিহাসের সর্বকনিষ্ঠ গোলদাতাও তিনি। এর সাথে স্পেনের সর্বকনিষ্ঠ গোলদাতার খেতাবও আনসু ফাতির দখলে।

Exit mobile version