Site icon Jamuna Television

বসনিয়া অ্যান্ড হারজেগোভিনায় আটকে গেলো ১০ জনের ফ্রান্স

লাল কার্ড দেখে মাঠ ছাড়ছেন ফরাসি ডিফেন্ডার জুলে কুন্দ। ছবি: সংগৃহীত

বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সকে ১-১ গোলে রুখে দিয়েছে বসনিয়া অ্যান্ড হারজেগোভিনা।

গত বুধবার (১ সেপ্টেম্বর) বিশ্বকাপ বাছাইপর্বের ডি গ্রুপের ম্যাচে প্রায় পুরো একটি অর্ধ ১০ জন নিয়ে খেলে হতাশাজনক ড্র নিয়ে মাঠ ছেড়েছে দিদিয়ের দেশমের ফ্রান্স। ইউরো ২০২০ এ সুইজারল্যান্ডের বিরুদ্ধে আকস্মিক পরাজয়ের ৯ সপ্তাহ পর এই ম্যাচে আতোয়ান গ্রিজমানকে ধন্যবাদ জানাতে পারেন দেশম।

ম্যাচের ৩৬ মিনিটে এডেন জেকোর গোলে প্রথম লিড নেয় বসনিয়া। ৪০ মিনিটে বার্সেলোনা ছেড়ে যাওয়া গ্রিজমানের গোলে সমতায় ফেরে বিশ্ব চ্যাম্পিয়নরা।

কিন্তু দ্বিতীয়ার্ধে বড় ধাক্কা খায় ফ্রান্স। লাল কার্ড দেখে ডিফেন্ডার জুলে কুন্দ মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় দেশমের দল। এরপর বলের দখল রাখায় আধিপত্য দেখালেও শেষ পর্যন্ত আর গোল না হওয়ায় ১-১ গোলের ড্র নিয়ে স্ট্রাসবুর্গের লা মেইনাউ স্টেডিয়াম ত্যাগ করে ফ্রান্স।

Exit mobile version