Site icon Jamuna Television

ইসরায়েলের নতুন আতঙ্ক জেনারেল হাজিজাদেহ!

জেনারেল আমির আলি হাজিজাদেহ।

ইসরায়েলি সেনাবাহিনীর নতুন আতঙ্কে পরিণত হয়েছেন ইরানের জেনারেল আমির আলি হাজিজাদেহ। আড়ালে তাকে বলা হচ্ছে ‘আরেক কাসেম সোলাইমানি’। সম্প্রতি তাকে নিয়ে ইসরায়েলি সেনাবাহিনীর চিন্তার কারণ ব্যাখ্যা করেছে মিডলইস্ট আই।

সম্প্রতি ইসরায়েলের একটি কমার্শিয়াল শিপে হামলা এবং ক্রমাগত ইরানি ড্রোনের সক্ষমতা বৃদ্ধিতে ইসলামিক রেভ্যুলশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার হাজিজাদেহকে ব্যক্তিগতভাবে দায়ী বলে মনে করে ইসরায়েল। দেশটির প্রতিরক্ষামন্ত্রী বেনি গান্টজ মনে করেন, ইসরায়েলে ড্রোন ও মিসাইল হামলাসহ অন্তত কয়েক ডজন সন্ত্রাসী হামলার পেছনে আইআরজিসির এয়ারফোর্স কমান্ডার আমির আলি হাজিজাদেহ সম্পৃক্ত আছেন।

ইসরাইলের নিরাপত্তা কর্মকর্তা, বিশ্লেষক ও পর্যবেক্ষকরদের ধারণা আমির আলি হাজিজাদেহ প্রয়াত ইরানি কমান্ডার কাসেম সোলাইমানির স্থলাভিষিক্ত হয়েছেন। যদিও আমির আলি হাজিজাদেহ এখনও সোলাইমানির মতো উচ্চতায় পৌঁছাতে পারেননি। কিন্তু দেশে ও বিদেশে তার জনপ্রিয়তা দ্রুত বাড়ছে।

উল্লেখ্য, কাসেম সোলাইমানিকে যুক্তরাষ্ট্র মোসাদের সহায়তায় ২০২০ সালে বাগদাদে পরিচালিত এক ড্রোন হামলায় হত্যা করে।

/এসএইচ

Exit mobile version