Site icon Jamuna Television

ভিডিও লিক হওয়ায় ক্ষুব্ধ পরীমণি

চিত্রনায়িকা পরীমণি। ছবি: সংগৃহীত

সিআইডির কাছে থাকা ফোন থেকে ব্যক্তিগত ভিডিও এবং তথ্য প্রকাশিত হওয়া নিয়ে ক্ষুব্ধ প্রতিক্তিয়া ব্যক্ত করেছেন চিত্রনায়িকা পরীমণি। যুগান্তরে প্রকাশিত সংবাদে বলা হয়, রিমান্ডে প্রকাশিত তথ্য বাইরে বের হওয়া নিয়েও বেশ বিরক্ত ও বিব্রত তিনি।

পরীমণি জানান, তার ফোন এবং গাড়ি আছে সিআইডিতে। তার যেসব ভিডিও বাইরে এসেছে সেগুলো ওই ফোনেই ছিল। তিনি বলেন, আমার ব্যক্তিগত ভিডিও প্রকাশ করার অধিকার কারও নেই।

আদালতে চিৎকার করে প্রতিবাদ জানিয়েছিলেন পরীমণি। সে প্রসঙ্গে তিনি জানান, পুলিশের সাথে কেবল অফিসে গিয়ে কথা বলেই চলে আসবেন, এমনটাই জানতেন তিনি। বাসা থেকে ধরে নিয়ে যাওয়ার ঘটনাকে নাটক বলে অভিহিত করেন পরীমণি। বলেন, অনেক নাটক করে বাসা থেকে নিয়ে গেল আমাকে। এর পরদিন দেখি আমি গ্রেফতার!

রিমান্ডের অভিজ্ঞতা প্রসঙ্গে এই ঢালিউড নায়িকা জানান, খুব একটা হয়রানি করা হয়নি তাকে। বাকি সব ঘটনাও তিনি জানাবেন বলে মন্তব্য করেন পরীমণি।

Exit mobile version