Site icon Jamuna Television

পরীক্ষা না হলে ক্যাম্পাসে আত্মহত্যার হুমকি কুবি শিক্ষার্থীর

পরীক্ষা না হলে আত্মহত্যার হুমকি দিয়ে পোস্ট করেছেন কুবি শিক্ষার্থী মো. আনিসুর রহমান।

কুমিল্লা ব্যুরো:

পরীক্ষা না হলে ক্যাম্পাসে আত্মহত্যার হুমকি দিয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। সম্প্রতি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ফেসবুক গ্রুপে দেয়া একটি স্ট্যাটাসে আত্মহত্যার মনোভাব ব্যক্ত করেন তিনি।

আমি কুবির বুকে শহীদ মিনারে আত্মহত্যা করবো। আত্মহত্যার ডেইট হয়তো আর পিছাতে পারছি না! চার বছরে ৪ সেমিস্টার। অপেক্ষার অবসান কোথায়? আত্মহত্যা ছাড়া কোন সমাধান দেখছি না।’

আজ বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গ্রুপে এমন একটি স্ট্যাটাস দিয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মো. আনিসুর রহমান।

তিনি তার স্ট্যাটাসে আরও লিখেন, আমার বর্ষের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছেলেটার অনার্স শেষ। ন্যাশনালে পড়ুয়া শিক্ষার্থীরা ৪র্থ বর্ষে পড়ে। আমার এক বছরের ছোট জাবিতে পড়ুয়া বোন আমার বর্ষের। কুবিতে ভর্তি হওয়াটা কি আমাদের অপরাধ ছিল পরিবারে যখন অভাব আর অসুস্থতা থাকে তখন স্বপ্নগুলো কতোটা লজ্জা পায় সেটা হয়তো প্রশাসন বুঝবে না। কারণ উনাদের মাস শেষে একাউন্টে বেতন ঢুকে যাচ্ছে। অভাব বলতে কিছু নেই। অনার্স প্রথম আর শেষ বর্ষ বুঝি না। সকল ব্যাচের এক সাথেই পরীক্ষা শুরু করতে হবে কেননা সবাই সেশন জটে আছে। সেপ্টেম্বরের ১৫ তারিখের মধ্যে পরীক্ষার রুটিন না পেলে আমি কুবির বুকে শহীদ মিনারে আত্মহত্যা করবো।

আনিস নৃবিজ্ঞান বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। এ ব্যাচের শিক্ষার্থীরা ৪র্থ সেমিস্টার পরীক্ষার জন্য অপেক্ষমান।

/এসএইচ

Exit mobile version