Site icon Jamuna Television

বান্ধবীর জন্মদিনে গৃহবধূ ধর্ষণ, প্রেমের ফাঁদে ফেলে ধর্ষককে ধরলো পুলিশ

সেনবাগ থানা, নোয়াখালী।

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর সেনবাগে বান্ধবীর জন্মদিনের অনুষ্ঠানে এক প্রবাসীর স্ত্রীকে (২২) ধর্ষণের ঘটনায় মো. আইমন ভূঞা (২৬) নামক এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) দুপুরে গ্রেফতারকৃত আসামিকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে, গতকাল বুধবার (১ সেপ্টেম্বর) রাতে চট্রগ্রামের পতেঙ্গা সি বিচ এলাকা থেকে সেনবাগ থানা পুলিশ তাকে গ্রেফতার করে।

সেনবাগ থানা সূত্রে জানা যায়, আসামি আইমনকে ধরতে তাকে এক নারীর প্রেমের ফাঁদে ফেলে পুলিশ। পরে ওই নারীর সাথে সে চট্রগ্রামের সি বিচ এলাকায় বুধবার রাতে দেখা করতে এলে পুলিশ তাকে গ্রেফতার করে।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা জানান, এ ঘটনায় প্রধান আসামি ফরহাদসহ ৩ জনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন ওই নির্যাতিতা গৃহবধূ। ইতোমধ্যে গ্রেফতারকৃত আসামিকে বিচারিক আদালতে সোপর্দ করা হয়েছে।

উল্লেখ্য, গত শুক্রবার (২০ আগস্ট) রাত ৯ টার দিকে তিনি ভুক্তভোগী গৃহবধূ তার বান্ধবীর জন্মদিনের অনুষ্ঠানে যোগ দিতে তাদের বাড়িতে যান। জন্মদিনের কেক কাটার পর স্থানীয় সন্ত্রাসী ফরহাদের নেতৃত্বে ৫/৭ জন লোক ওই বাড়িতে আসেন। এ সময় তারা অনুষ্ঠানে আসা গৃহবধূর সাথে সেখানে উপস্থিত রাজন নামক এক যুবকের সম্পর্কের অভিযোগে তুলে নিয়ে ফরহাদের বিল্ডিংয়ে আটকে রাখে। একপর্যায়ে তারা বিশ হাজার টাকা চাঁদা দাবি করে।

রাজন চাঁদা দিতে অস্বীকার করে বিভিন্ন জায়গায় ফোনে যোগাযোগ করে। কিছুক্ষণ পর রাজনকে ছেড়ে দেয়ার জন্য ফোন আসলে সন্ত্রাসীরা রাজনকে ছেড়ে দেয়। কিন্ত গৃহবধূকে আটকে রেখে কুপ্রস্তাব দেয় সন্ত্রাসীরা। তাতে রাজি না হওয়ায় রুমের দরজা বন্ধ করে ফরহাদ ওই গৃহবধূকে ধর্ষণ করে। এ সময় তার সাঙ্গপাঙ্গরা বাহিরে পাহারা দেয় বলে জানা গেছে।

পরে গত সোমবার (২৩ আগস্ট) দুপুরে এ ঘটনায় নির্যাতিতা গৃহবধূ নারী ও শিশু নির্যাতন দমন আইনে সেনবাগ থানায় মামলা দায়ের করেন।

/এসএইচ

Exit mobile version