Site icon Jamuna Television

তামিমের সিদ্ধান্তের কারণে ছেলেগুলো ওর জন্য জীবনবাজি রেখে খেলবে: মাশরাফী

ছবি: সংগৃহীত

তামিম ইকবাল খেলছেন না আসন্ন টি- টোয়েন্টি বিশ্বকাপে। এ নিয়ে টাইগারদের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা বলেছেন, এই সিদ্ধান্তের কারণে তামিম যখন ওয়ানডে ম্যাচে ক্যাপ্টেন হিসেবে মাঠে নামবে, এই ছেলেগুলো ওর জন্য জীবনবাজি রেখে খেলবে। কারণ কেউ করুক আর না করুক তামিম নিজেই এই ছেলেগুলোর কঠোর পরিশ্রমকে মূল্যায়ন করেছে।

তামিমের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মাশরাফী আরও লিখেছেন, নিঃসন্দেহে তামিম বাংলাদেশের একজন সেরা ব্যাটসম্যান। টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার সব যোগ্যতা তার আছে।

ইনজুরির কারণে সবশেষ ১৬টি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে পারেননি তামিম। এমন অবস্থায় মাঠে নামলে তার ওপর বিশাল চাপ সৃষ্টি হতে পারে। পাশাপাশি তরুণদের খেলার সুযোগ করে দিয়ে তামিম দৃষ্টান্ত স্থাপন করেছেন বলে দাবি করেন মাশরাফী। এমন নিদর্শন তামিমকে ওয়ানডের সেরা অধিনায়ক হওয়ার পথে এগিয়ে নেবে।

সবশেষে তামিমকে বিশ্বকাপে মিস করবেন বলে জানান মাশরাফী। 

Exit mobile version