Site icon Jamuna Television

বিয়ে সম্পন্ন অপূর্ব-শাম্মার, নবদম্পতির ছবি প্রকাশ

তৃতীয় স্ত্রী শাম্মার সঙ্গে অপূর্ব

শোবিজ তারকা জিয়াউল ফারুক অপূর্ব এবং যুক্তরাষ্ট্র প্রবাসী শাম্মা দেওয়ানের বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হয়েছে। বৃহস্পতিবার ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনের একটি কনভেনশন হলে সম্পন্ন হয়েছে আনুষ্ঠানিকতা। ইতোমধ্যে তাদের বিয়ের ছবিও সামনে এসেছে।

এটি অপূর্বের তৃতীয় বিয়ে। পরিবারের মতেই ফের বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন অপূর্ব। বিয়ে শেষে সকলের কাছে দোয়া চেয়েছেন অপূর্ব। জানালেন, ছোট পরিসরে বিয়ের আয়োজন করা হয়েছে।

এর আগে ২০১০ সালে অভিনেত্রী প্রভাকে বিয়ে করেন অপূর্ব। বেশিদিন স্থায়ী হয়নি সে সম্পর্ক। এরপর ২০১১ সালে নাজিয়া হাসান অদিতির সঙ্গে ঘর বাধেন তিনি। ২০২০ সালে সে সংসারও ভাঙ্গে। এরপরই তৃতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসলেন জনপ্রিয় এই অভিনেতা। অবশ্য এর কয়েক মাস আগেই অপূর্বের সাবেক স্ত্রী অদিতি বিয়ে করেছেন বলে শোনা গেছে।

Exit mobile version