Site icon Jamuna Television

শিক্ষার্থীদের জন্য ফের বড় ঘোষণা মমতার, মাসিক ভিত্তিতে দেয়া হবে টাকা

ছবি: সংগৃহীত

পশ্চিমবঙ্গে শিক্ষার্থীদের জন্য স্বামী বিবেকানন্দ স্কলারশিপের সুযোগ ছিল আগে থেকেই। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক থেকে পিএইচডি পর্যন্ত যেকোনো পরীক্ষায় ৭৫ শতাংশ নম্বর পেলেই এই বৃত্তির জন্য আবেদন করা যায়। তবে এখন থেকে ৬০ শতাংশ নম্বর পেলেই এই বৃত্তি পাবে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার এ ঘোষণা দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।

আনন্দবাজার পত্রিকার তথ্য বলছে, এই বৃত্তিতে প্রতি মাসে শিক্ষার্থীদের নির্দিষ্ট পরিমাণ টাকা দেওয়া হয়। বর্তমান নিয়ম অনুযায়ী, পরিবারের বার্ষিক আয় আড়াই লাখ টাকা পর্যন্ত হলেই স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য আবেদন করা যাবে।

বিভিন্ন বিষয়ের ওপর ভিত্তি করে এসব শিক্ষার্থীদের প্রতি মাসে ১ হাজার থেকে ৮ হাজার টাকা পর্যন্ত দেয় সরকার। তবে নতুনভাবে বৃত্তির জন্য আবেদনের শর্ত পরিবর্তনের পর এই নিয়মে কোনো রদবদল হবে কিনা তা জানানো হয়নি।

তৃতীয় মেয়াদে পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার পর বিশেষ করে শিক্ষার্থীদের জন্য মমতার নেয়া একাধিক উদ্যোগ বেশ প্রশংসিত হয়েছে। এর মধ্যে শিক্ষার্থীদের জন্য বিশেষ ক্রেডিট কার্ড চালু করার বিষয়টি বেশ সাড়া ফেলে।

Exit mobile version