Site icon Jamuna Television

চট্টগ্রামে করোনার নতুন কোনো ধরন মেলেনি: গবেষণা

গবেষকদের মতে, চট্টগ্রামে করোনার নতুন ভ্যারিয়েন্ট উৎপত্তির সম্ভাবনাও কম।

করোনা সংক্রমণের পর থেকে চট্টগ্রামে আলফা, বেটা, ডেলটার মতো ভ্যারিয়েন্টের একের পর এক উপস্থিতি মিললেও নতুন কোনো ভ্যারিয়েন্টের উপস্থিতি নেই। ৩০০টি নমুনার জিনোম সিকোয়েন্স বিশ্লেষণ করে এ ফলাফল পেয়েছেন চট্টগ্রাম ভেটেরেনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্স বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। বর্তমান যে পরিস্থিতি তাতে নতুন ভ্যারিয়েন্ট উৎপত্তির সম্ভাবনাও কম বলছেন তারা।

গবেষকদের মতে, পরিবর্তন হতে হতে ভাইরাস দুর্বল হয়ে পড়ে। এখন ডেলটার তাণ্ডব কিছুটা কমলেও স্বাস্থ্যবিধি মানার বিকল্প দেখছেন না তারা।

ভারতীয় ডেলটা ভ্যারিয়েন্টের তাণ্ডবে জুলাই-আগস্টে বিপর্যস্ত ছিল চট্টগ্রাম। ১ হাজার ২৩৭ মৃত্যুর ৪৩ শতাংশই ঘটেছে ওই দুই মাসে। আক্রান্ত হয়েছেন ৪৫ হাজার ৮৩৬ জন যা মোট আক্রান্তের ৪৬ শতাংশ।

Exit mobile version