Site icon Jamuna Television

সন্তানের পিতৃপরিচয় প্রকাশ করতে চাইছেন নুসরাত?

নুসরাত জাহান। সংগৃহীত ছবি

ভারতের অভিনেত্রী নুসরাত জাহান সম্প্রতি ইনস্টাগ্রামে নিজের একটি ছবি পোস্ট করেছেন। সেখানে তিনি চিত্রগ্রাহক হিসেবে উল্লেখ করেছেন ‘ড্যাডি’র কথা। হ্যাশট্যাগে ‘মাম্মি’ লেখার পর ক্যাপশনে ‘ড্যাডি’ লেখা কিন্তু নাম উল্লেখ না করা নেটিজেনদের মনে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। তবে কি নুসরাত তার সদ্যোজাত সন্তানের পরিচয় সবার সামনে আনতে চাইছেন? খবর আনন্দবাজার পত্রিকার।

নুসরাতের পোস্টটি দেখতে এখানে ক্লিক করুন।

ছবির ক্যাপশনে ইংরেজিতে যা লেখা তা বাংলা করলে দাড়ায়, যাদের পরামর্শ নেবেন না, তাদের কাছ থেকে সমালোচনাও শুনবেন না। হ্যাশট্যাগে ইংরেজিতে লেখা- নতুন ভূমিকা, নতুন মায়ের জীবন, নতুন মা।

এ দিকে হাসপাতালে নিয়ে যাওয়া থেকে হাসপাতাল থেকে বাড়ি ফেরা, সন্তানকে কোলে নিয়ে গাড়িতে ওঠা প্রতিটা মুহূর্তে নুসরাতের সঙ্গে অভিনেতা যশকে দেখা গিয়েছে। গত ২৬ আগস্ট পুত্রসন্তানের মা হন নুসরাত।

Exit mobile version