Site icon Jamuna Television

জয়পুরহাটে ৭ মার্চ দিবস নানা কর্মসূচিতে পালিত

জয়পুরহাট প্রতিনিধি

বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ ইউনেস্কোর মেমোরি অব দ্যা ওয়ার্ল্ড হিস্টরি বুক ডে’তে স্থান পাওয়ায় দিনটি উপলক্ষে জয়পুরহাটে নানা কর্মসূচি পালিত হয়েছে।

আজ সকালে শহরের জেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করেছেন প্রধান অতিথি জেলা আওয়ামীলীগের সভাপতি ও সংসদ সদস্য এ্যাড. সামছুল আলম দুদু।

এসময় দলের সাধারণ সম্পাদক এসএম সোলাইমান আলী, যুগ্ম সাধারণ সম্পাদক শেখর মজুমদার, জাহেদুল আলম বেনুসহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অন্যান্য সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। পরে দলীয় কার্যালয়ে দোয়া ও মোনাজাত করা হয়।

এছাড়া জেলা প্রশাসনের উদ্যোগে দিবসটি পালন করা হয়েছে। সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোকাম্মেলক হক। তাছাড়া জেলার স্ব-স্ব শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক ও শিক্ষার্থীরা ৭ মার্চের তাৎপর্য নিয়ে আলোচনাসভা করে।

 

Exit mobile version