Site icon Jamuna Television

মিয়ানমারের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা ঘোষণা যুক্তরাজ্যের

জান্তার বিরুদ্ধে শুরু থেকেই সোচ্চার দেশটির জনগণ। সংগৃহীত ছবি

মিয়ানমারের জান্তা সরকারের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা ঘোষণা করেছে যুক্তরাজ্য। দেশটির সামরিক বাহিনীকে অস্ত্রশস্ত্র সরবরাহ এবং আর্থিক সহায়তা প্রদানকারী একটি সংস্থার বিরুদ্ধে এই নিষেধাজ্ঞা ঘোষণা করা হয়েছে, খবর আলজাজিরার।

ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, হটো গ্রুপ অব কোম্পানি এবং এর প্রতিষ্ঠাতা টায় জায়ের যুক্তরাজ্যে অবস্থিত সকল সম্পত্তি জব্দ করা হয়েছে। এই কোম্পানিটি মিয়ানমারের সেনাবাহিনীর হয়ে বিভিন্ন অস্ত্র চুক্তির সাথে জড়িত আছে বলে দাবি যুক্তরাজ্যের। এর আগে মিয়ানমারের বিভিন্ন ব্যাক্তি পর্যায়ের এবং প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা ঘোষণা করেছিল যুক্তরাজ্য।

এ নিয়ে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাব এক বিবৃতি প্রকাশ করে বলেন, জনসাধারণের ওপর অমানবিক অত্যাচার বন্ধের কোনো লক্ষণই নেই মিয়ানমার জান্তা সরকারের। তাই আমাদের বন্ধু দেশগুলোর সাথে মিলে জান্তার আর্থিক যোগান এবং অস্ত্র সরবরাহের পথ বন্ধের জন্য আমরা কাজ করে যাবো।

Exit mobile version