Site icon Jamuna Television

স্বাধীনতাকামী নেতার মৃত্যুতে থমথমে জম্মু-কাশ্মির

জম্মু-কাশ্মিরের স্বাধীনতাকামী নেতা সৈয়দ আলি গিলানি। সংগৃহীত ছবি

জম্মু-কাশ্মিরের স্বাধীনতাকামী নেতা সৈয়দ আলি গিলানি মৃত্যুতে থমথমে পরিস্থিতি বিরাজ করছে গোটা উপত্যকায়। বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) থেকে সাধারণ মানুষের চলাচলের ওপর জারি করা হয়েছে কড়াকড়ি।

গোটা কাশ্মিরে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। শ্রীনগর শহরে টহলরত রয়েছে সশস্ত্র বাহিনীর সদস্যরা। বিচ্ছিন্ন করা হয়েছে ইন্টারনেট ও মোবাইল সংযোগ। যেকোন প্রকার জমায়েত এড়াতে বিভিন্ন জায়গায় বসানো হয়েছে অস্থায়ী চেকপয়েন্ট। বন্ধ রয়েছে শহরের ব্যবসা প্রতিষ্ঠান, দোকানপাট। যানবাহন চলাচলেও জারি করা হয়েছে নিষেধাজ্ঞা।

গিলানির জানাজা ও দাফনে অসঙ্গতির অভিযোগ তুলেছে পরিবারের সদস্যরা। তাদের দাবি, গিলানির শেষ ইচ্ছা অনুযায়ী স্থানে দাফনের কথা জানান তারা। তবে মেলেনি পুলিশের অনুমতি। এছাড়াও সাধারণ মানুষকে উপস্থিত থাকতে না দেয়ার অভিযোগও তাদের। তবে কর্তৃপক্ষের দাবি, সহিংসতা ও সমাবেশ এড়াতেই এমন সিদ্ধান্ত তাদের।

Exit mobile version