Site icon Jamuna Television

‘বিআরটি বাস্তবায়ন হলে সড়কের উভয়দিকে ঘণ্টায় ২০ হাজার যাত্রী পরিবহন করা যাবে’

বিআরটি প্রকল্প। সংগৃহীত ছবি

বিআরটি প্রকল্প বাস্তবায়িত হলে সড়কের উভয়দিকে প্রতি ঘণ্টায় বিশ হাজার যাত্রী পরিবহন করা যাবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের আজ শুক্রবার (৩ সেপ্টেম্বর) সকালে গাজীপুরের চেরাগআলীতে বৃহত্তর ঢাকা সাসটেইনেবল আরবান ট্রান্সপোর্ট প্রকল্পের সর্বশেষ অগ্রগতি পরিদর্শনে যেয়ে এ কথা জানান।

মন্ত্রী বলেন, বাস র‍্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের আওতায় ৪ দশমিক ৫ কিলোমিটার এলিভেটেড সড়ক,৬টি ফ্লাইওভার ও ২৫ টি বিআরটি স্টেশনসহ মোট ২০ দশমিক পাঁচ শূন্য কিলোমিটার করিডোর নির্মাণ করা হবে। এ প্রকল্পের নির্মাণ কাজ ২০২২ সালের ডিসেম্বরে শেষ হবে।

তিনি আরও বলেন, হাউজবিল্ডিং থেকে চেরাগআলী পর্যন্ত ৪ দশমিক পাঁচ শূন্য কিলোমিটার এলিভেটেড অংশ সেতু বিভাগ বাস্তবায়ন করছে; বাকি অংশ সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ করছে। এ করিডোরে দুইটি সংরক্ষিত বিআরটি লেন, চারটি মিক্সড ট্রাফিক লেন, দুইটি অযান্ত্রিক লেন,পথচারীদের জন্য ফুটপাথের ব্যবস্থা থাকবে বলেও জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। বর্তমানে প্রকল্পের সার্বিক অগ্রগতি ৬৩ দশমিক দুই সাত ভাগ।

এসময় উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মো. নজরুল ইসলাম, সেতু বিভাগের সচিব আবু বক্কর ছিদ্দিক, সড়ক ও জনপদ অধিদফতরের প্রধান প্রকৌশলী আবদুস সবুরসহ অন্যান্য কর্মকর্তাগণ।

Exit mobile version