Site icon Jamuna Television

উত্তেজনাপূর্ণ সমাপ্তির দিকে টাইগার কিউইদের লড়াই

কিউইদের তৃতীয় উইকেটের পতনের পর সাকিবকে ঘিরে টাইগারদের উদযাপন।

উত্তেজনাপূর্ণ সমাপ্তির দিকে এগইয়ে যাচ্ছে টাইগার ও কিউইদের লড়াই। বাংলাদেশের দেয়া ১৪২ রানের লক্ষ্যে খেলতে নেমে প্রতিবেদনটি লেখা পর্যন্ত কিউইদের সংগ্রহ ১৩ ওভারে ৩ উইকেটে ৭৪ রান। জয়ের জন্য এখনও কিউইদের দরকার ৪২ বলে ৬৮ রান।

প্রথম ৩ ওভারেই দুই ওপেনারকে হারায় নিউজিল্যান্ড। ১৮ রানের মধ্যেই ফিরে গেছেন রাচিন রাভিন্দ্রা ও টম ব্লান্ডেল। এরপর টম ল্যাথাম ও উইল ইয়াংয়ের ৪৩ রানের জুটিতে ম্যাচে ভারসাম্য ফিরিয়ে আনে নিউজিল্যান্ড। ২৮ বলে ২২ রান করা ইয়াংকে সাইফুদ্দিনের ক্যাচ বানিয়ে ফেরান সাকিব আল হাসান।

নতুন ব্যাটসম্যান হিসেবে এসেছেন অভিজ্ঞ অলরাউন্ডার কলিন ডি গ্র্যান্ডহোম। ২৬ বলে ২৯ রান করে কিউইদের আশা বাঁচিয়ে রেখেছেন টম ল্যাথাম।

Exit mobile version