Site icon Jamuna Television

বিয়ে করলেন র‌্যাবের গুলিতে পা হারানো সেই লিমন

ছবি: সংগৃহীত

র‌্যাবের গুলিতে পা হারানো সেই লিমন হোসেন জীবনের নতুন অধ্যায় শুরু করলেন। যশোরের অভয়নগর উপজেলার সরখোলা গ্রামের জাহিদুল ইসলাম টিটোর একমাত্র মেয়ে রাবেয়া বসরীর সঙ্গে শুক্রবার তার বিয়ে সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে লিমনের পরিবার, সহপাঠী ও আত্মীয়-স্বজনেরা অংশ নেন।

সাভার গণবিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহকারী প্রভাষক লিমন হোসেন ঝালকাঠির রাজাপুর উপজেলার সাতুরিয়া ইউনিয়নের তোফাজ্জেল হোসেনের ছেলে।

লিমন হোসেন গণমাধ্যমকে জানান, পরিবারের ইচ্ছায় মা-বাবার পছন্দের মেয়েকে বিয়ে করে এবার জীবনে আরেক ধাপ এগিয়ে যেতে চাই।

লিমনের স্ত্রী রাবেয়া বসরী জানিয়েছেন, লিমন নিজের সঙ্গে যুদ্ধ করে ক্যারিয়ার গড়ে তুলেছেন। দাম্পত্য জীবনেও তিনি দায়িত্বশীল হবেন। এটা বুঝেই আমি এ বিয়েতে রাজি হয়েছি।

২০১১ সালের ২৩ মার্চ ঝালকাঠির রাজাপুরে কথিত বন্দুকযুদ্ধে এক পা হারান লিমন হোসেন। পরবর্তীতে কেটেছে জেলজীবন, গিয়েছে নানা চড়াই-উৎরাই। তবুও দমে যাননি লিমন। বর্তমানে সাভারের গণবিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহকারী প্রভাষক হিসেবে কর্মরত আছেন তিনি।

ইউএইচ/

Exit mobile version