Site icon Jamuna Television

গত কিছুদিনে আমরা অর্জন করেছি আত্মবিশ্বাস: মাহমুদউল্লাহ

ম্যাচ জয়ের পর প্রতিক্রিয়া ব্যক্ত করছেন টাইগার অধিনায়ক মাহমুদউল্লাহ।

নিউজিল্যান্ডকে দ্বিতীয় টি-টোয়েন্টিতে হারিয়ে বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ বলেন, আমি বিশ্বাস করি দল হিসেবে বেশ ভালো। দরকার ছিল আত্মবিশ্বাসের, যেটা আমরা গত কয়েকদিনে কিছুটা হলেও অর্জন করতে সমর্থ হয়েছি।

দারুণ এক ক্যাপ্টেনস নক খেলা টাইগার অধিনায়ক বলেন, এমন ক্লোজ ম্যাচ টি-টোয়েন্টিতে প্রায়ই হয়। আমি খুশি যে আজ আমরা জিততে পেরেছি। মোস্তাফিজ দারুণ ভাবে নার্ভ ধরে রেখেছিলেন। বিশেষ করে নো বলটার পরেও সে ফিরে এসেছে দারুণভাবে আর ম্যাচটা জিতেছে আমাদের জন্য।

বোলারদের বিশেষভাবে কৃতিত্ব দিলেন তিনি গত ম্যাচের মতো আজও। বললেন, মেহেদি হাসানের বোলিং ছিল দারুণ। সে বোলিংয়ের সূচনা করছে এবং রান রেট নিয়ন্ত্রণের পাশাপাশি ব্রেক থ্রুও এনে দিচ্ছে। তার সাথে সাকিব, নাসুমও ছিলেন চমৎকার। সাইফুদ্দিনও ভালো বল করেছে। তাছাড়া দিবা রাত্রির ম্যাচে খেলা গড়ানোর সাথে সাথে উইকেটও বেশ ভালো আচরণই করেছে।\

শেষে ক্যান্সারের সাথে যুদ্ধ করা মানুষদের এই জয় উৎসর্গ করেন মাহমুদউল্লাহ।

Exit mobile version