Site icon Jamuna Television

ইনজুরিতে পড়েছেন এমবাপ্পে

ছবি: সংগৃহীত

ইনজুরিতে পড়েছেন কিলিয়ান এমবাপ্পে। যে কারণে ফ্রান্সের হয়ে বিশ্বকাপ বাছাই পর্বের পরবর্তী দুটি ম্যাচ মিস করবেন এই ফরোয়ার্ড।

বসনিয়ার বিপক্ষে ফ্রান্সের ড্র করার ম্যাচে ডান পায়ের পেশিতে চোট পান এমবাপ্পে। এখনও এমআরআই পরীক্ষা করা না হলেও এই ফরোয়ার্ডকে নিয়ে কোন ঝুঁকি নিতে চায় না ফ্রান্স। যে কারণে ইউক্রেন ও ফিনল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচের স্কোয়াডে রাখা হয়নি এমবাপ্পেকে।

ইনজুরি মুক্ত হতে ইতিমধ্যেই প্যারিসে ফিরেছেন এমবাপ্পে। ক্লাব চিকিৎসকের তত্ত্বাবধানে সুস্থ হয়ে ওঠার জন্য কাজ করবে তিনি। আগামী ১১ সেপ্টেম্বর ক্লেমন্ট ফুটের বিপক্ষে পিএসজির হয়ে দেখা যেতে পারে এমবাপ্পেকে।

Exit mobile version