Site icon Jamuna Television

ভারতকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করতে চায় পাকিস্তান

ভারতেকে হারিয়ে টি-টোয়েন্ট বিশ্বকাপ মিশন শুরু করতে চায় পাকিস্তানের বাবর আজম। ছবি: সংগৃহীত

ভারতের বিপক্ষে জয় দিয়েই টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন শুরু করতে চান-পাকিস্তানের বাবর আজম। দুবাইয়ে আগামী ২৪ অক্টোবর মুখোমুখি হবে দু’দল।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের সম্ভাব্য পরবর্তী সভাপতি রমিজ রাজার সাথে বৈঠক শেষে জয় নিয়ে কথা বলেন বাবর।

পাকিস্তান অধিনায়কের বিশ্বাস ম্যাচ নিয়ে চাপে থাকবে ভারত। আর টেস্ট নিয়ে ব্যস্ত থাকায় প্রস্তুতিও ভালো হবে না বিরাট কোহলিদের। সেই সুযোগটাই নিতে চায় পাকিস্তান। সেই সঙ্গে দীর্ঘদিন আরব আমিরাতের ভেন্যুতে খেলার অভিজ্ঞতাও কাজে লাগাতে চান বাবর আজমরা।

যদিও পরিসংখ্যানে শতভাগ পিছিয়ে পাকিস্তান। ওয়ানডে বিশ্বকাপে ৭ বারের লড়াইয়ে ভারত জিতেছে প্রতিটি। আর টি-টোয়েন্টি বিশ্বকাপে ৫ লড়াইয়ে ভারতের জয় ৪টিতে। তবে ২০০৭ বিশ্বকাপের টাই ম্যাচেও পরে টাইব্রেকারে হেরে যায় পাকিস্তান।

Exit mobile version