Site icon Jamuna Television

২য় ম্যাচে ম্যান অফ দ্যা ম্যাচ ক্যাপ্টেন রিয়াদ

কিউইদের বিরুদ্ধে আজ ৩৭ রানের ঝলমলে ইনিংস খেলেছেন মাহমুদুল্লাহ রিয়াদ।

নিউজিল্যান্ডের বিপক্ষে ২য় টি টোয়েন্টিতে ম্যান অফ দ্যা ম্যাচ হয়েছেন টাইগার দলপতি মাহমুদুল্লাহ রিয়াদ। আর শ্বাসরুদ্ধকর এ জয়ে অস্ট্রেলিয়াকে অতিক্রম করে আইসিসি টি-টোয়েন্টি র‍্যাংকিং এ একধাপ ওপরে উঠলো বাংলাদেশ।  

আজ শুক্রবার (৩ সেপ্টেম্বর) নিউজিল্যান্ডের বিরুদ্ধে ব্যাট হাতে ৩২ বলে ৩৭ রানের ইনিংস সাহসী ইনিংস খেলেছেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। আর চতুর্থ উইকেট জুটিতে ওপেনার নাঈমের সাথে ২৯ বলে ৩৪ এবং ষষ্ঠ উইকেট জুটিতে নুরুল হাসান সোহানের সাথে ২২ বলে গড়েন ৩২ রানের পার্টনারশিপ। 

সাহসী ব্যাটিং ইনিংসের পাশাপাশি অধিনায়ক হিসেবে দায়িত্বশীল ভূমিকার জন্য ম্যাচ সেরার পুরস্কার জিতে নেন মাহমুদউল্লাহ রিয়াদ।

তার নেতৃত্বে সবশেষ ১০টি টি-টোয়েন্টির ৭টিতেই জয় পেয়েছে বাংলাদেশ।

আজ সফরকারী নিউজিল্যান্ডের বিরুদ্ধে টস জিতে প্রথমে ব্যাট করে ৬ উইকেটের বিনিময়ে ১৪১ রান সংগ্রহ করে টাইগাররা। জবাবে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৩৭ রান সংগ্রহ করে কিউইরা। শেষ ওভার পর্যন্ত গড়ানো এ শ্বাসরুদ্ধকর ম্যাচে ৪ রানে জয় পেয়েছে টিম টাইগার্স। এই জয়ে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে ২-০তে এগিয়ে গেল স্বাগতিক বাংলাদেশ।

/এসএইচ

Exit mobile version