
ছবি: সংগৃহীত
সব অনিশ্চয়তা কাটিয়ে কাল বাংলাদেশ সফরে আসছে আফগানিস্তান অনুর্ধ্ব-১৯ দল। দুই ভাগে ঢাকা এসেই সিলেট যাবে তারা।
পাকিস্তান থেকে দুবাই হয়ে ঢাকায় পা রাখবে আফগানিস্তান যুব দল। ঢাকা থেকে সিলেট গিয়ে সেখানে ৩ দিনের রুম কোয়ারেন্টাইন করবে সফরকারীরা।
গত ৩১ আগস্ট ঢাকা আসার কথা ছিলো আফগান যুবাদের। কিন্তু কাবুল বিমানবন্দরে হামলার পর পিছিয়ে যায় সিরিজ। অবশেষে তালেবান শাসনে প্রথম কোন ক্রীড়া দল হিসেবে বিদেশ সফরে যাচ্ছে তারা। শনিবার দুই ভাগে ভাগ ঢাকা আসবে এসে সিলেট যাবে আফগান যুবারা। কেউ বাকি থাকলে তারা আসবেন রোববার। বাংলাদেশে এসে ৫টি ওয়ানডে ও ১টি চারদিনের ম্যাচ খেলার কথা আফগানদের। এজন্য ১৮ আগস্ট থেকে সিলেটে ক্যাম্প শুরু করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ওয়ানডে ম্যাচ দিয়ে আগামী ১০ সেপ্টেম্বর সিরিজ শুরু হবে।



Leave a reply