Site icon Jamuna Television

দাঁত দিয়ে ফিতা কেটে উদ্বোধন করলেন পাকিস্তানি মন্ত্রী

দাঁত দিয়ে ফিতা কেটে উদ্বোধন করলেন পাকিস্তানের মন্ত্রী।

কাঁচি কাজ না করায় দাঁত দিয়ে ফিতা কেটে উদ্বোধন করার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, এতে আলোচনার শীর্ষে এখন পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মন্ত্রী ফায়াজ আল হাসান। ক্যাপশনে ‘নির্বাচনী এলাকায় দোকান খোলার অনন্য উপায়’ লিখে ভিডিওটি নিজের টুইটারে শেয়ার করেছেন মন্ত্রী সাহেব নিজেও।

ভারতীয় সংবাদ মাধ্যম নিউজট্র্যাকের সূত্রে জানা যায়, ওই ভিডিওতে পাঞ্জাব প্রদেশের কারামন্ত্রী ফায়াজ আল হাসানকে দাঁত দিয়ে উদ্বোধনী ফিতা কাঁটতে দেখা যায়। মন্ত্রী ফায়াজ আল হাসান মূলত একটি শো রুমের উদ্বোধনে গিয়েছিলেন বলে জানা গেছে। সেখানে কাঁচি কাজ না করায় দাঁত দিয়ে ফিতা কেটে উদ্বোধন করেন তিনি। তার এমন উপস্থিত বুদ্ধিতে হেসে ফেলেন উদ্বোধনী অনুষ্ঠানে আসা সকলেই।

ভিডিওটি দেখুন এখানে: https://twitter.com/i/status/1433381316356083715

বিষয়ে ফায়াজ আল হাসান তার টুইটারে লিখেছেন, নির্বাচনী এলাকায় দোকান খোলার অনন্য উপায়। কাঁচিটিতে ধার না থাকায় দোকান মালিককে বিব্রতকর পরিস্থিতির হাত থেকে রক্ষা করতেই এমনটা করেছি।

/এসএইচ

Exit mobile version